সিইউজে’র দ্বি-বার্ষিক সম্মেলন-সভা ও সংবর্ধনা মঙ্গলবার

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) দ্বি-বার্ষিক সম্মেলন, গুণীজন ও কৃতী সাংবাদিক সংবর্ধনা এবং দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০১৮ আগামী ৩০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০ টা থেকে শুরু হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন।

উদ্বোধক থাকবেন বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল, প্রধান বক্তা থাকবেন বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।

সম্মেলনে গুণীজন হিসেবে ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া এবং দৈনিক জনকণ্ঠের উপ-সম্পাদক মোয়াজ্জেমুল হক, দৈনিক পূর্বদেশের যুগ্ম সম্পাদক আবু তাহের মুহাম্মদ, ইপিবি’র সম্পাদক মোস্তাফা কামাল পাশা ও দৈনিক পূর্বকোণের সিনিয়র সহ সম্পাদক শাহীন আরা বেগম (ডেইজি মওদুদ)কে কৃতী সাংবাদিক হিসেবে সংবর্ধনা দেওয়া হবে।

দ্বি-বার্ষিক সম্মেলনের পর বেলা ২টায় শুরু হবে দ্বি-বার্ষিক সাধারণ সভা। এতে সিইউজের সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী অনুরোধ জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.