নেজাম উদ্দিন রানা, রাউজানঃ রাউজানে অস্ত্রসহ আবছার প্রকাশ বাটোয়াট আবছার (৫০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে নোয়াপাড়া ইউনিয়নের সাদার পাড়া এলাকার খলিফা বাড়ির মৃত নুরুল হকের পুত্র। তার বিরুদ্ধে অস্ত্র আইনে রাউজান থানায় মামলা রুজু হয়েছে।
রাউজান থানা সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই দিবাগত রাতে দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির পুলিশ এলাকায় রাত্রিকালীন টহল দেয়ার সময় এক ব্যক্তিকে সন্দেহজনক ঘোরাঘুরি করার সময় তার দেহ তল্লাশি করলে তার কোমরে থাকা একটি দেশীয় তৈয়ারী বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ জানান, আটক আসামী একজন অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। ১৭ জুলাই তাকে আদালতে প্রেরন করে জিজ্ঞাসবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।
