আজ ফাঁশিয়াখালী ইউপির উপনির্বাচনঃ কে হাসবেন শেষ হাসি?

0

বশির আলমামুন, চকরিয়াঃ আজ ২৫ জুলাই বৃহস্পতিবার চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। নির্বাচনে অংশ নিচ্ছেন ৮জন চেয়ারম্যান প্রার্থী। ৯টি ভোট কেন্দ্র ও ৩২টি বুথে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে স্ব-স্ব ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি পৌছানো হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য নির্বাচনি এলাকায় টহল শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তৃণমূলের এই ভোট উৎসব নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে রয়েছে ব্যাপক উৎকন্ঠা।এ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের টার্গেট হল সংখ্যালগু ভোটার। সংখ্যালগু ভোটাররাই নির্বাচনে ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে বলে সচেতন মহলের ধারনা।

চকরিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে নানা আতঙ্ক ও ভয়ভীতি থাকলেও ভোটারগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে প্রস্তুত রয়েছেন। প্রত্যেক ভোট কেন্দ্রে নির্বাচনি মালামাল পৌছানো হয়েছে। এ ইউনিয়নে নারী-পুরুষ মিলে ১৫ হাজার ১০ ভোট রয়েছে।

এসব ভোটার ৯টি ভোট কেন্দ্র ও ৩২টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্র গুলোতে ৯জন প্রিসাইডিং অফিসার ও ৩২ সহকারি প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। শান্তিপূর্নভাবে নির্বাচন সম্পন্ন করতে উপজেলা নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এ নির্বাচনে ৪জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ১ প্লাটন বিজিবি এবং প্রতিটি ভোট কেন্দ্রে ১জন সাব-ইন্সপেক্টর এর নেতৃত্বে ৫জন পুলিশ কনেষ্টবল ও ১২জন আনসার-ভিড়িপি দায়িত্ব পালন করবে। এছাড়া ভোটাররা নির্বিগ্নে ভোট দিতে পারে সেজন্য মাঠে সার্বক্ষনিক কাজ করবে ৩জন ওসির নেতৃত্বে পৃথক তিনটি মোবাইল টিম।
এদিকে গত ২৩ জুলাই ফাঁশিয়াখালী ইউপির উপ-নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়েছে। বৃষ্টি ও বৈরি আবহাওয়া উপেক্ষা করে চেয়ারম্যান প্রার্থীরা প্রচারণা শেষ করেছেন। ৮ চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন নিলেও শেষ মুহুর্তে ৩জন প্রার্থী মাঠে রয়েছেন।

প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তিনবারের সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন চৌধুরী (নৌকা), ওয়ার্কার্স পার্টির কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক প্রার্থী মাঈনউদ্দিন হাসান শাহেদ (আনারস), ফাঁশিয়াখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ ফরিদুল আলম চৌধুরী (মোটরসাইকেল), ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নাজমুল হাসান লিটন (ঘোড়া), সহ-সভাপতি হাসনাত মোহাম্মদ ইউসুফ (রজনীগন্ধা), যুবলীগ নেতা রিদুয়ানুল হক (চশমা), সাবেক ইউপি সদস্য রফিক আহমদ (টেলিফোন) ও মোঃ ইখতিয়ার উদ্দিন (অটোরিকসা)।

এরমধ্যে ভোটের মাঠে রয়েছেন ৩ জন। এরমধ্যে আওয়ামীলীগ মনোনীত গিয়াসউদ্দিন চৌধুরী (নৌকা), ওয়ার্কার্স পার্টির নেতা মাঈনউদ্দিন হাসান শাহেদ (আনারস) ও জামায়াত নেতা ফরিদুল আলম চৌধরী (মোটরসাইকেল)। সব প্রার্থীরাই ঘরে ঘরে গিয়ে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট ভিক্ষা চেয়েছেন। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ বিকেলেই নির্ধারিত হবে ভোটাররা কাকে পছন্দ করেছেন। তিনিই হাসবেন শেষ হাসি।

উপ-নির্বাচনে হেভিওয়েট ও শক্তিশালী প্রার্থী হিসেবে লড়ছেন আওয়ামীলীগ মনোনীত গিয়াসউদ্দিন চৌধুরী। তিনি এ ইউনিয়নে চারবার প্রতিদ্বন্দ্বিতা করে তিনবার বিজয় হয়েছেন। এবারও বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী গিয়াস উদ্দিন চৌধুরী।

গত ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে গিয়াস উদ্দিন চৌধুরী অংশ গ্রহণ করায় ফাশিয়াখালী ইউপি চেয়ারম্যানের পদটি শুন্য হয়েছিলো।

একইদিন কৈয়ারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্যের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপি সদস্য আবুল কালাম মারা যাওয়ায় এ পদটি শূন্য হয়েছিলো। এই নির্বাচনে ৪ ইউপি সদস্য অংশ নিচ্ছেন। এ ওয়ার্ডে নির্বাচন সম্পন্ন করতে উপজেলা নির্বাচন কমিশন সব ধরণের প্রস্তুতি নিয়েছেন।

চকরিয়া উপজেলা রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেন, ফাঁশিয়াখালী ইউনিয়নের উপ-নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে নির্বাচনি মালামাল পৌছানো হয়েছে কেন্দ্র গুলোতে। আইনশৃঙ্খলা বাহিনীও মাঠে পৌছে গেছেন। একইভাবে কৈয়ারবিল ইউপির ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.