দিলীপ তালুকদারঃ মহানগরীতে এখন “বড় ভাই” ও “ছোট ভাইদের” দোর্দন্ড দাপট চলছে। পাড়া-মহল্লাা, অলি-গলিতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছত্রছায়াতে কিশোর গ্যাং অপরাধীরা সক্রিয় হয়ে উঠেছে। বড় ভাই সেল্টারে ছোট ভাইয়েরা খুন, ডাকাতি, ছিনতাই ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে।
এদের বয়স ১৮ থেকে ২০ বছর। ছোট ছোট দল গঠন করে এলাকায় এরা অপরাধী কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। যে কারনে নগরীতে আইন শৃংখলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। নগরীর প্রায় সব এলাকায় কিশোর ও তরুনরা সংঘবদ্ধ হয়ে দল গঠন করে অপরাধ সংঘটিত করছে।