হাটহাজারীতে বাসচাপায় ব্যবসায়ী নিহতঃ সড়ক অবরোধ

0

হাটহাজারী প্রতিনিধিঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাসচাপায় মো. মুসা সওদাগর নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বাস চাপায় ব্যবসায়ী নিহত হওয়ার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বড়দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। নিহত মো. মুসা সওদাগর উত্তর মাদার্শা এলাকার বাসিন্দা ও টেরিবাজারের কাপড় ব্যবসায়ী।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জানান, সকাল সোয়া ৭টার দিকে দ্রুতগামী একটি বাস ব্যবসায়ী মুসাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করলে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি জানান, স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও তার সহযোগী পালিয়ে যায়। তবে তাদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.