টিভিতে আজকের খেলা

0

প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।

কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (সোমবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।

ক্রিকেট

রাওয়ালপিন্ডি টেস্ট–৪র্থ দিন
বাংলাদেশ–পাকিস্তান
সকাল ১১টা গাজী টিভি, টি স্পোর্টস, এ স্পোর্টস

টেনিস

ইউএস ওপেন
৪র্থ রাউন্ড
রাত ৯টা, সনি স্পোর্টস টেন ২ ও ৫

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.