১০৬ রানে গুটিয়ে গেলো বাংলাদেশের প্রথম ইনিংস

0

কথায় বলে, সকাল দেখেই বোঝা যায়, সারাদিন কেমন যাবে। মিরপুরে বাংলাদেশের ক্ষেত্রেও এই প্রবাদের ব্যত্যয় হলো না। সকাল থেকে বাংলাদেশি ব্যাটারদের নিয়মিত আসা-যাওয়ায় প্রথম ইনিংস শেষ হলো মাত্র ১০৬ রানে। এই রান করতে বাংলাদেশের ব্যাটাররা মোকাবেলা করেছে ২৪১ বল, যার মধ্যে ৯৭ বল খেলেছে ওপেনার মাহমুদুল হাসান জয়। দলের হয়ে সর্বোচ্চ স্কোরও তার (৩০)।

মিরপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। তার যুক্তি, চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হবে। তাই সব ভেবে চিন্তেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবশ্য প্রোটিয়াদের ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মারক্রামও বলেছেন, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন।

তবে সব যুক্তি ম্লান হয়েছে প্রোটিয়া বোলারদের সামনে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের স্কোর ছুঁয়েছেন মাত্র চার জন। দ্বিতীয় সর্বোচ্চ বোলার তাইজুল ইসলামের (১৬)।  এরপর আছে মেহেদী মিরাজ (১৩)। বাকিদের স্কোর উল্লেখ করার মতো নয়।

প্রোটিয়া বোলারদের মধ্যে রাবাদা, মুলদার ও মহারাজ তিনটি করে এবং ডেন পিয়েট নেন একটি উইকেট।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.