এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল ১৪ নভেম্বর

0

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা ‘চ্যালেঞ্জ’ বা পুনর্নিরীক্ষণের ফল আগামী ১৪ নভেম্বর প্রকাশ করা হবে।

ওইদিন নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি, আলিম, এইচএসসি বিএম–বিএমটি এবং এইচএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগামী ১৪ নভেম্বর খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। সব শিক্ষা বোর্ড একযোগে ওইদিন খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করবে। এবার ঢাকা শিক্ষা বোর্ড ১ লাখ ৮০ হাজার পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। খবর বিডিনিউজের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.