নতুন করে গ্রেপ্তার দীপু মনি-মেনন-শাহজাহানসহ আট

0

পল্টন, যাত্রাবাড়ী ও মিরপুর থানার একাধিক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক এমপি আহমেদ হোসেন, আব্দুস সোবহান গোলাপসহ আট জনকে।

সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। পরে শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত।

এর মধ্যে যাত্রাবাড়ি থানার রফিকুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি আহমদ হোসেনকে, পল্টন থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন, শাহজাহান খান, সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন,  রেজাউল করিম, কবির হোসেন মিঠুকে।

এছাড়া মিরপুরের দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এর আগে তারা প্রত্যেকে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় কয়েক দফায় রিমান্ডে ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.