সীতাকুণ্ডে তিন গাড়ির সংঘর্ষ: আহত ২৫

0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভা সদরের মোস্তফা সিএনজি ফিলিং স্টেশন এলাকায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। এতে মুমুর্ষ অবস্থায় রয়েছে প্রায় ৪ জন। এক সঙ্গে তিনটি গাড়ির সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাস, কাভার্ড ভ্যান ও পিকআপের সংঘর্ষ হয়। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।আহত ২৫ জনকে উদ্ধার করা গেলেও আটকে পড়েন দুর্ঘটনাকবলিত হানিফ পরিবহনের বাসের চালক খোকন।

বাসের সামনের অংশে দুমড়ে মুচড়ে যাওয়ায় আটকা পড়েন তিনি। স্থানীয় উদ্ধারকারীরা কোনোভাবেই তাঁকে বের করে আনতে পারছিলেন না। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ভারী লোহা কাটার যন্ত্র দিয়ে বাসের সিট কেটে আধঘন্টা চেষ্টায় চালক খোকনকে জীবিত উদ্ধার করেন। দুর্ঘটনায় চালকের দুই পায়ের একাধিক স্থানে কেটে গিয়েছে। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি উদ্ধার করেন।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মতীন্দ্রলাল ত্রিপুরা বলেন, দুর্ঘটনাকবলিত বাসের স্টিয়ারিংসহ সামনের অংশের নিচে চাপা পড়েন চালক খোকন। তাঁরা ভারী যন্ত্র দিয়ে লোহা কেটে খোকনকে উদ্ধার করেন। চালক খোকনের দুই পায়ের একাধিক স্থানে কেটে যায়।

স্থানীয় যুবক আরমান হোসেন জানান হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় অপর একটি পিকআপ আবার বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় বিকট শব্দের সৃষ্টি হয়। তিনিসহ স্থানীয় লোকজন গিয়ে গাড়ির ভেতর থেকে যাত্রীদের নামিয়ে আনেন।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.