তথ্যপ্রযুক্তি : ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান তাদর মেয়ের নতুন নাম রাখলেন। রবিবার চীনা নববর্ষ উপলক্ষ্যে মেয়ের চীনা নাম ঘোষণা করেন তারা।
আগে ম্যাক্সিমা নাম রাখার কথা বললেও তার চীনা নাম হবে চেং মিংয়্যু। ২ মাস বয়সী ম্যাক্সের পোশাকেও ছিল চীনা সংস্কৃতি। লাল রঙের ঐহিত্যবাহী চীনা পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে।
মেয়ের চীনা নাম রাখার পেছনের কারণও জানিয়েছে তারা। মিংয়্যু অর্থ হলো উজ্জল ও পৃথিবী। অর্থাৎ তার পুরো নামের অর্থ দাঁড়ায় উজ্জ্বল ভবিষ্যতের আশা।
