রাউজানে এইচএসসি ফলাফলে ধ্বস

0

নেজাম উদ্দিন রানা, রাউজানঃ রাউজানে এইচএসসি পরীক্ষায় ৩২৬২ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১৫২৮ জন, ফেল করেছে ১৭৩৪ জন। এবার এইচএসসির ধ্বস নামানো ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ৪১ জন। চুয়েট স্কুল এন্ড কলেজের ৩৮ জন এবং রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের ৩ জন জিপিএ-৫ পেয়েছে। এই দুই শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া রাউজানের আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান জিপিএ-৫ লাভ করেনি।

চলতি বছর রাউজানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশের কৃতিত্ব দেখাতে পারেনি। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ পাশের হার চুয়েট স্কুল এন্ড কলেজের। এ বছর এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৬৫ জন পাস করেছে। পাশের হার ৯৯.৪০ শতাংশ। এই শিক্ষা প্রতিষ্টানের ৩৮ জন জিপিএ-৫ অর্জন করেছে। দ্বিতীয় সর্বোচ্চ পাশের গড় দেয়ানপুর এস কে সেন স্কুল এন্ড কলেজের।

এই শিক্ষা প্রতিষ্টান থেকে ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৬ জন পাশ করেছে। পাশের দিক দিয়ে সর্বনিন্ম হার বিনাজুরি নবীন স্কুল এন্ড কলেজের। এই শিক্ষা প্রতিষ্টানের ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৭ জন। পাশের হার ২৬.৯২ শতাংশ। ২৯.৯১ শতাংশ পাসের হার সর্বনিন্ম পাশের তালিকায় বিনাজুরির পর রয়েছে ইয়াসিন শাহ স্কুল এন্ড কলেজ। এই শিক্ষা প্রতিষ্টানের ১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩২ জন।

বাকী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাউজান কলেজের ৮৫৬ জনের মধ্যে পাস করেছে ৪০১ জন। পাশের হার ৪৬.৮৫। গহিরা কলেজের ২৮৮ জনের মধ্যে পাস করেছে ১২০ জন। পাসের হার ৪১.৬৭। নোয়াপাড়া কলেজের ৮০৩ জনের মধ্যে পাস করেছে ৩৪৫ জন। পাসের হার ৪২.৯৬।ইমাম গাজ্জালী কলেজের ৫৩৩ জনের মধ্যে পাস করেছে ২২১ জন।

পাসের হার ৪১.৪৬। কন্ডেশ্বরী কলেজের ৯৮ জনের মধ্যে পাস করেছে ৫৪ জন। পাসের হার ৫৫.১০। কদলপুর স্কুল এন্ড কলেজের ৪৬ জনের মধ্যে পাস করেছে ২৬ জন। পাসের হার ৫৬.৫২। আশালতা কলেজের ৫১ জনের মধ্যে পাস করেছে ১৭ জন। পাসের হার ৩৩.৩৩।হাজী বাদশা মাবেয়া কলেজের ১০৫ জনের মধ্যে পাস করেছে ৪৬ জন। পাসের হার ৪৩.৮১। অগ্রসর গালৃস কলেজের ১২৬ জনের মধ্যে পাস করেছে ৫৮ জন। পাসের হার ৪৬.০৩।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.