অর্জিত সমৃদ্ধি অব্যাহত রাখতে মেধাবীদের দায়িত্ব নিতে হবেঃ ফরিদ মাহমুদ
সিটি নিউজঃ সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে সমৃদ্ধি এনে দিচ্ছেন। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে তাঁর পদক্ষেপ ফলপ্রসূ হচ্ছে। দূর্নীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে তাঁর দৃঢ়তার কারণে দেশবাসী আগামীতে এর সুফল ভোগ করবে। জনশক্তি ও ভৌগলিক অবস্থানকে কাজে লাগিয়ে তিনি দেশকে যে সমৃদ্ধি এনে দিচ্ছেন তা অব্যাহত রাখতে আগামীতে মেধাবীদের দায়িত্ব নিতে হবে। এজন্য আমাদের লাগবে শিক্ষিত জনগোষ্ঠী। এ সরকার তাই শিক্ষা খাতকে অগ্রাধিকার ভীত্তিতে গুরুত্ব দিচ্ছে।
চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার ফোরামের দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ফোরাম চেয়ারম্যান মুক্তিযোদ্ধা বাবু ননী গোপাল আচার্যের সভাপতিত্বে এই অনুষ্ঠানে পরিচালনা করেন জি.এম. মাহবুব হোসেন। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব আকতার উদ্দিন রানা। উদ্বোধক ছিলেন ডা: শ্রীরাম আচার্য।
বিশেষ অতিথি ছিলেন নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, এস.এম. শহিদুল্লাহ রনি, আশরাফুল গণি, দেলোয়ার হোসেন দেলু, মিজানুর রহমান। আলোচনায় অংশ নেন ইঞ্জিনিয়ার মামুন উদ্দিন, ইয়াছিন ভূঁইয়া, মাসুদা জান্নাত বিথি, জেসমিন আকতার, নাজমা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে হামদ ও নাথ, ক্যারাত, কবিতা আবৃত্তি করেন বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিরা। আলোচনা সভায় বক্তাগণ বলেন, কিছু মানুষ সমাজে শিশু ধর্ষণ, পাশবিকভাবে নির্যাতন, খুনের মতো ঘটনা ঘটাচ্ছে। এরা অত্যন্ত দুর্বল মানুষ। সমাজের অধিকাংশ মানুষ এসব কাজ ঘৃণা করে। সামাজিক অবক্ষয় থেকে মুক্ত রাখতে আমাদের একযোগে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে বি.এম.এফ মেধাবৃত্তিতে পুরস্কার প্রাপ্তদের হাতে প্রধান অতিথি ফরিদ মাহমুদ সনদ ও ক্রেস্ট তুলে দেন।