পিতলের তৈরী নকল স্বর্ণের বারসহ ৩ প্রতারক গ্রেফতার

0

সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে ১৮টি নকল স্বর্ণের বার (পিতলের তৈরী), ক্যারেট লেখার ডাইস ২টি, পপলার পিতল পলিশ ২টি, হাতুড়ি ১টি, ডিজিটাল স্কেল ১টি, হিসাবের ডায়রী ২টি, সিরিজ পেপার ৫টি ও চুক্তিনামার ফটোকপিসহ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

গ্রেফতারকৃত আসামী হলোঃ মোঃ আমির হোসেন প্রকাশ নুরুল আমিন প্রকাশ নুরু (৪৫), পিতা- জয়নাল আবেদীন, মাতা- নুর নাহার বেগম, সাং- ঢেমুশিয়া, আমত্যার বাড়ী, পোষ্ট- ঢেমুশিয়া, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার, বর্তমানে ভূঁইয়া গাজীর বাড়ী, জসিমের ভাড়াটিয়া, চৌধুরী হাট, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম, মোঃ রাশেদ (৩০), পিতা- আব্দুল মোতালেব প্রকাশ রিধন মিস্ত্রী, মাতা- আনোয়ারা বেগম, সাং- নলেরচর, কিল্লার বাজার দক্ষিন মজলিশপুর, রিধন মিস্ত্রীর বাড়ী, পোষ্ট- থানার হাট, থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী, বর্তমানে কবির ড্রাইভারের বাড়ীর ভাড়াটিয়া, গোলাপের দোকান, জানে আলীর হাট, মধ্যম মোহরা, থানা- চান্দগাঁও, জেলা- চট্টগ্রাম (ভাসমান), মোঃ আব্দুল গফুর (৩৫), পিতা- আব্দুল হাই, মাতা- মনুজা বেগম, সাং- বুড়িরচর, গাইয়া মজুরন বাড়ী, পোষ্ট- সৌদিয়া বাজার, থানা- হাতিয়া, জেলা- নোয়াখালী, বর্তমানে সেকান্দর কলোনী, ৯নং রুম, শংকর দেওয়ানজী হাটের দক্ষিন পার্শ্বে, বাদামতল, থানা- চান্দগাঁও, জেলা- চট্টগ্রাম।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিএমপি চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে জানায় যায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.