জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের শ্রদ্ধাঞ্জলি

0

সিটি নিউজ,চট্টগ্রাম : বঙ্গবন্ধু ত্যাগ ও সংগ্রামে বাঙালি হৃদয়ে চির অমলিন থাকবে, তাঁর অস্তিত্ব চিরজাগরুক থাকবে । বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য, তার ঋণ শোধ হবার নয় । ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ চট্টগ্রাম জেলা পরিষদ ও মহানগর জেলা কমিটি আয়োজিত বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সংগঠনের মহানগরের সভাপতি ডাক্তার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অধ্যাপক প্রদীপ রায় ও অ্যাডভোকেট কানু শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি সে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর আবু জাফর চৌধুরী বিশেষ অতিথি প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বিকে বিশ্বাস বিপ্লব বিভাগীয় সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর আলম এবং ছড়াকার আ ফ ম মোদাচ্ছের আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার নুর উদ্দিন জাহেদ, শাহাদাত হোসেন শাহিন আক্তার বিউটি, ফেরদৌসী বেগম মিতু, অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার উদ্দিন রাসেল এডভোকেট শফিউল আজম বাবর, সাংবাদিক রাজু চৌধুরী, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত ডাক্তার রেজাউল ইসলাম সাংবাদিক নুরুল কবির, মোহাম্মদ সেলিম উদ্দিন নিতাই চন্দ্র দাশ, আনিসুর রহমান মামুনুর রশিদ মামুন, ডাক্তার আসিফ মাহমুদ, অধ্যাপক প্রবীর বড়ুয়া ,অধ্যাপক ফসিউল আলম, শরফুদ্দিন আহমেদ মাহী, অধ্যাপক মিল্টন দেবনাথ, রাজন পাল প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.