বোয়ালখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

0

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মাহবুবুল আলম (৫৪) নামের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৭ অগাস্ট) সন্ধ্যায় উপজেলার কালাইয়ার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী।

গ্রেফতারকৃত মাহবুবুল আলম উপজেলার ধোরলা গ্রামের মৃত আহমদ হোসেনের ছেলে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, পটিয়া থানায় ১৯৯১ সালে দায়েরকৃত একটি অপহরণ মামলায় চট্টগ্রাম বিশেষ জেলা ও দায়রা জজ আদালত মাহবুবুল আলমকে যাবজ্জীবন কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। চলতি বছরের ২২ জানুয়ারি এ রায় ঘোষণা করা হয়।

সাজা এড়াতে মাহবুবুল আলম পালিয়ে বেড়ালেও মঙ্গলবার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে এবং বুধবার (২৮ অগাস্ট) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.