বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম জেলার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
সিটি নিউজঃ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম জেলার উদ্যোগে ষোলশহর রেলস্টেশনস্থ এতিমখানায় সম্প্রতি সংগঠনের সভাপতি সুশান আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এম হোসাইন রানার সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. লক্ষ্মী রাণী চক্রবর্তী ইলা, দপ্তর সম্পাদক রূপক কান্তি দেব, সাংস্কৃতিক সম্পাদক সাহেদ শাকিল, রিগ্যান আলী সদরদার, মো. নিজাম উদ্দিন, মো. সরোয়ার, মো. ইমরান, আজিজুর রহমান, মো. আবদুর রহিম প্রমুখ।
মিলাদ মাহফিল শেষে ষোলশহর রেলস্টেশনস্থ এতিমখানায় ছাত্র-ছাত্রীদের মাঝে তবারুক বিতরণ করা হয়।