মহিউদ্দিন পুত্র সালেহীন করোনায় আক্রান্ত

0

সিটি নিউজঃ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পুত্র ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন। স্ত্রী ও এক সন্তানের জনক সালেহীন। তার মা হাসিনা মহিউদ্দিন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি। ‌

চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি সালেহীনের করোনা আক্রান্ত হবার খবরটি নিশ্চিত করেছেন।

গতকাল দিবাগত রাত দেড়টার দিকে‌‌ সিভিল সার্জন জানান, চট্টগ্রামের দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় যে ৪৯ জন করোনা রোগী শনাক্ত হন, তাদের মধ্যে সালেহীন রয়েছেন।

চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) ল্যাবে ২২টি নমুনা পরীক্ষায় ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। তাদের মধ্যেই সালেহীনের শনাক্ত হওয়ার বিষয়টি জানা যায়। ‌

প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর জামাতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বলেন, কিছুদিন আগে  ঢাকা থেকে ফেরার পর গত বৃহস্পতিবার সালেহীনের জ্বর আসে। এরপর নমুনা পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠালে রবিবার রেজাল্ট পজিটিভ আসে।

আপাতত সালেহীনকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে জানিয়ে ডা. সেলিম আক্তার চৌধুরী বলেন, এখন তার জ্বর নেই। চিকিৎসকের পরামর্শে নগরীর নাসিরাবাদের মেয়র গলির নিজ বাসাতেই আইসোলেশনে আছে সে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.