চট্টগ্রামে ঔষুধের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান আহবান

0

সিটি নিউজ ডেস্ক : জনস্বার্থ সংরক্ষণ পরিষদ চট্টগ্রাম এর আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক,সদস্য সচিব ফরিদ মাহমুদ এক যুক্ত বিবৃতিতে চট্টগ্রামের ঔষুধের বাজারে যে অরাজকতা চলছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাঁড়াশি অভিযান চালিয়ে তার লাগাম টেনে ধরার জন্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রতি উদাত্ত্ব আহবান জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,করোনা উপসর্গের সাথে মেলে এমন সাধারণ জ্বর,সর্দি,কাশি,মাথা ব্যথার ঔষুধগুলো নিয়মিত দামের চেয়ে কয়েকগুন বেশী দামে বিক্রি করা হচ্ছে।করোনা ভাইরাস রোগে কাজ করে এমন ঔষুধগুলো রাতারাতি চার পাঁচগুন দাম বাড়িয়ে ক্রেতাদের কাছে হাঁকা হচ্ছে।এই সময়ে জনগণের শরীরের ইমিউনিটি বাড়াতে বেশী বেশী ভিটামিন খাওয়ার সরকারী তাগিদ থাকলেও একপাতা ভিটামিন ট্যাবলেটের দাম ফার্মেসীগুলো তিনগুন নিচ্ছে।

অথচ লকডাউনে সরকারী ছুটি থাকার কারণে দেশের সিংহভাগ পরিবারের জমানো টাকা ফুরিয়ে যাওয়ায় বাড়তি দামে ঔষুধ ক্রয় করে রোগের চিকিৎসার পথ্য যোগাড় করা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না।
এই সুযোগে অনেক ব্যবসায়ী অধিক মুনাফার লোভে জ্বর-সর্দি-কাশি-মাথাব্যথার ঔষুধের সরবরাহ বাজারে কমিয়ে দিয়ে গুদামজাত করে রাখছে।

এছাড়া করোনা মহামারি মোকাবিলায় সরকারী স্বাস্হ্যবিধি মেনে চলতে প্রয়োজনীয় মাস্ক,সেনিটাইজার,অন্যান্য ব্যবহার সামগ্রী বিক্রির বেলায় চলছে রামরাজত্ব।যার কাছ থেকে যা হাতিয়ে নেওয়া যায় এই অমানবিক আচরণ সর্বত্রই।নেতৃবৃন্দ এ সংকট নিরসনের জন্যে প্রশাসনের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহনের দাবী জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.