বেগম জিয়া এক এগারো থেকে আজও ষড়যন্ত্রের শিকারঃ জাফরুল ইসলাম
সিটি নিউজঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি, সাবেক মন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের ১৬ কোটি মানুষের হৃদয়ের মণি। জনপ্রিয় বলেই তাঁর জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল এক এগারো থেকে অদ্যবদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যড়যন্ত্রের লিপ্ত। জাতীয়তাবাদী যুবদলের নেতা কর্মীদের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জীবন বাজি রেখে কাজ করে যেতে হবে।
শনিবার বিকাল ৪টায় গুনাগরী খাসমহলস্থ মমতাজ ভবনে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ১৩তম কারামুক্তি দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা যুবদলের উদ্যোগে খতমে কোরআন শেষে বাঁশখালী উপজেলা যুবদল নেতা শীলকূপ ইউনিয় পরিষদের চেয়ারম্যন মোহাম্মদ মহসিনের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাঁশখালী উপজেলা যুবদল নেতা এডভোকেট আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী , চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহিদুল আলম শহীদ।
এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আহমদ ছগীর, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা এডভোকেট কাজী মফিজুর রহমান, উপজেলা যুবদল নেতা আনিছুর রহমান মিঠু, জুনাইদ সিকদার, চৌধুরী হাসান, আব্দুল মান্নান, দিদারুল ইসলাম, বাহাদুর আলম, হেফাজউদ্দিন, ওহিদুল ইসলাম, ঠিংকু দাস এতে উপজেলা যুবদল ও ১৪ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এতিম হাফেজে কোরআন পড়ুয়া শিশুদের নিয়ে দোয়া মুনাজাত পরিচালনা করেন এতিমখানার হুজুর।