অভিনব কায়দায় ছিনতাইকারী দলের নারীসহ ৭ সদস্য গ্রেফতার
সিটি নিউজঃ নগরীতে অভিনব কায়দায় ছিনতাইকারী দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ছিনতাইকারী রাকিব ও রুপালী দুজনই প্রেমিক প্রেমিকা। সিএনজি ভাড়া নিয়ে ঘুরে বেড়াতো নগরীতে। কোন নির্জন এলাকায় কেউ মোবাইলে কথা বলা বা একাকী কাউকে দেখলে আশপাশে গিয়ে সিএনজি থেকে নেমে পড়তো। কায়দা করে উপস্থিত লোকের পাশে গিয়ে সুযোগ বুঝে সব কেড়ে নিত। প্রয়োজনে ছুরি দিয়ে আঘাতও করতো। গ্রেফতারের পর এমন তথ্য জানিয়েছে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত এই যুগলের নাম- রাকিবুল হাসান রাকিব (২৫) ও তার প্রেমিকা রুপালী রুপা প্রকাশ নিপা (২০)। চক্রের আরেক সহযোগী সদস্য রাশেদকে গ্রেফতার করা যায়নি। গ্রেফতারকৃত রাকিবুল হাসান প্রকাশ রাকিব (২৫), রূপালী প্রকাশ রূপা প্রকাশ নিপা (২০) জানায়, রাশেদ সবসময় টেক্সি ড্রাইভারের পাশে বসে থাকে। রাশেদ এমনভাবে সামনে বসে যাতে ড্রাইভার মনে করে যে, পিছনে বসা দুজনই প্রেমিক-প্রেমিকা এবং সামনের জন বন্ধু।
আজ বুধবার (১৮ নভেম্বর) কয়েকটি মামলার সূত্র ধরে পরিচালিত অভিযানে রাকিব, নিপা ও আলাউদ্দিন (৫০) নামের তিনজনকে গ্রেফতারের পর কোতোয়ালী থানায় আয়োজিত একটি ব্রিফিংয়ে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ এসব তথ্য জানান।
কোতোয়ালি থানা পুলিশ জানায়, রাকিব, নিপা ও আলাউদ্দিন ছাড়াও পৃথক একটি ছিনতাইকারী গ্রুপের আরও পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- মো. রুবেল (২৮), ফারজানা বেগম (২৬), মো. রাজু প্রকাশ সুমন (২৩), মো. আলামিন (২৮) ও আব্দুল নাইম (২০)। মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ বলেন, আলাউদ্দিন স্টেশন রোডের চোরাই মোবাইল ক্রেতা। তার কাছে রাকিব ও নিপা যে মোবাইল বিক্রয় করে প্রথমে সেগুলো উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে, রাকিব ও নিপাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার সাথে জড়িত রাশেদ নামের ব্যক্তি পলাতক আছেন।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, নগরীর বগারবিল ও দেওয়ানবাজার এলাকায় ছোট থেকেই বসবাস করে আসছে রাকিব, নিপা ও রাশেদ (পলাতক)। নিপা গৃহকর্মী হিসেবে ওই এলাকার একজনের বাসায় কাজ করে। নানান অজুহাত দেখিয়ে নিপা প্রায়ই ওই বাসা থেকে বের হয়ে রাকিব ও রাশেদকে নিয়ে ছিনতাই কার্যক্রম পরিচালনা করতো। পরে কাজ শেষে ফের ওই বাসায় ফিরে যেতো। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
