চমেকে পার্কিং-এ গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্থ কার-সিএনজি
সিটি নিউজঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পার্কিংয়ে একটি গাছ ভেঙ্গে পড়ে দুইটি প্রাইভেট কার ও একটি সিএনজির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া।
আজ শনিবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে হাসপাতাল কর্মচারী সমিতির পাশের পার্কিংয়ে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া বলেন, আজ (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মেডিকেল পার্কিংয়ের মাঝখানে একটি শুকনো গাছের ডাল ভেঙে পড়ে। ডালটি দীর্ঘদিন ধরে শুকনো অবস্থায় গাছের উপরে ছিলো।
তিনি বলেন, গাছের ডালটিও বেশ বড় আকারের ছিলো। তাই এটি পড়ে দুইটি প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।’