সিটি নিউজ ডেস্ক: পাকিস্তান নিজেদের তৈরি করা ফাতাহ-১ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে। বৃহস্পতিবার( ৭ জানুয়ারি) পাকিস্তানের সামরিক মুখপাত্র আইএসপিআর এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, ফাতাহ-১ বহুমুখী রকেট সিস্টেমটি ১৪০ কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি পাকিস্তান সেনাবাহিনীর আছে হস্তান্তর করা হবে। এদিকে, ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষা সম্পন্ন করায় দেশটির বেসামরিক নেতৃবৃন্দ ও সামরিক কর্মকর্তারা সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন। এর আগে, ২০২০ সালের ফ্রেব্রুয়ারি ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাদ-২ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান।
সিটি নিউজ/জিএস
