সিটি নিউজ ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনাইদ বাবুনগরী (৬৭) অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে শনিবার ( ৩০ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে ভর্তি করা হয়।
বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকি জানান, বুধবার রাতে হুজুরের জ্বর হয়েছিল, সাথে বমিও ছিল। শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় উনাকে শনিবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়।কিছু পরীক্ষা করানো হয়েছে, সেগুলোর রিপোর্ট পেলে চিকিৎসকরা পরবর্তী ব্যবস্থা নেবেন। শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে।
সিটি নিউজ/জিএস