রাজধানীর বনানীতে লাগা আগুন নিয়ন্ত্রণে

0

সিটি নিউজ ডেস্ক: ঢাকা: রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি এলাকায় আনন্দ টিভির ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছয়তলা ভবনের তিনতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২১ আগস্ট) ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক (মিডিয়া) রায়হান করিব সংবাদমাধ্যমের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রায় চার ঘণ্টা চেষ্টায় দুপুর ১টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ হিসাব করে পরে জানানো হবে।

এর আগে শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আনন্দ টিভি ভবনে আগুনের সুত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট কাজ করে বলে জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা খানম।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.