মেহজাবীন-ইয়াশের ‘ফরগেট মি নট’ শিগগির দেখা যাবে

0

তরুণ নির্মাতা রবিউল আলম রবির পরিচালনায় আসতে যাচ্ছে ‘ফরগেট মি নট’। এটি ওয়েব প্ল্যাটফর্ম চরকি’র বড় প্রজেক্ট ‘মিনিস্ট্রি অফ লাভ’-এর চতুর্থ ফিল্ম। কিছুটা বিরতির পরে পর্দায় ধরা দেবেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

চরকির অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে, খুব শিগগিরই ছবিটি দেখতে পাবে দর্শক। দেশের চলমান অস্থির পরিস্থিতির জন্য ছবিটির মুক্তি পিছিয়েছে। নয়তো আরও আগেই এটি দর্শকের কাছে পৌঁছে যেতো।

ছবিটির গল্প নিয়ে তেমন কিছুই এখনও জানা যায়নি। তবে এর প্রকাশিত পোস্টার দেখে উচ্ছ্বসিত হয়েছে দর্শকরা। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদের মতো জনপ্রিয় তারকারা।

এর আগে মুক্তি পেয়েছে ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের তিনটি ছবি। সেগুলো হলো- মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘লাস্ট ডিফেন্ডারর্স অব মনোগামী’ এবং শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.