পটিয়ায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

0

পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ভাংচুর ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের মামলায় সাবেক পৌর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আজাদকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া থানা পুলিশের একটি বিশেষ টিম বেলা ১২টার দিকে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকার ধোপাপুকুর পাড় থেকে তাকে গ্রেপ্তার করে।

পটিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আজাদ ৩ নম্বর ওয়ার্ডের তালতলা চৌকি এলাকার মৃত এস এইচ এম কামাল উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে গত ৪ আগস্ট ছাত্র জনতার মিছিলে হামলা ভাংচুর ও প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগসহ দুটি বিস্ফোরক ও দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে সাবেক পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ২টি বিস্ফোরক মামলা ও ২টি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.