৯০ দিনের ভিজিট ভিসা সুবিধা চালু করেছে আমিরাত: আত্মীয় ও বন্ধুদের আমন্ত্রণের সুযোগ

0

সংযুক্ত আরব আমিরাতের নাগরিক ও বাসিন্দারা তাদের আত্মীয়-স্বজন ও বন্ধুদের ৯০ দিনের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিসিপি) এই বিশেষ ভিসা সুবিধা চালু করার কথা জানায়।

জানা গেছে, এই ভিসা একক বা একাধিকবার প্রবেশের সুযোগ দেয় এবং সফরের মেয়াদ ৩০, ৬০ বা ৯০ দিন পর্যন্ত হতে পারে। আবেদনকারীরা আইসিসিপির ওয়েবসাইট বা স্মার্ট অ্যাপের মাধ্যমে ডিজিটাল আইডি ব্যবহার করে সহজেই আবেদন করতে পারবেন। ভিসাটি ৬০ দিনের মধ্যে প্রবেশের জন্য বৈধ এবং অবস্থানকালে এর মেয়াদ বৃদ্ধি করা যাবে।

আইসিসিপি জানায়, ভিসা পেতে ছয় মাসের বেশি মেয়াদি পাসপোর্ট, বৈধ স্বাস্থ্যবীমা এবং যাত্রার টিকিটের প্রয়োজন হবে। আমন্ত্রণকারীকে সংযুক্ত আরব আমিরাতের নাগরিক বা বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীর সঙ্গে বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্ক থাকতে হবে।

ফেডারেল অথরিটির মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি বলেন, এই উদ্যোগ দেশের সামাজিক সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে ভিসার নির্ধারিত মেয়াদ অতিক্রম করলে শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, এই ভিসা পারিবারিক পুনর্মিলনকে আরও সহজ করবে। এ ছাড়া দর্শনার্থীদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের সুযোগ আরও বৃদ্ধি পাবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.