সীতাকুণ্ডে গলাকাটা লাশ উদ্ধার

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় মোহাম্মদ সৈকত (২৫) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল সাড়ে ১১ টার সময় সীতাকুণ্ডের ফৌজদার হাট ক্যাডেট কলেজের ঝাউবন এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দিলে ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করে। পুলিশ।

সীতাকুণ্ড মডেল থানার ইনর্চাজের নির্দেশে ওসি তদন্ত মোজাম্মেল হক পিপিএম, ও এস আই আশরাফুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়। লাশের সুরুৎহাল তৈরী করে লাশ মর্গে প্রেরণ করে।

এসআই আশরাফুল জানান, লাশের গলায় ও গলার পিছনে চুরি দিয়ে আঘাত করে হত্যা করে লাশ ফেলে গেছে। উদ্ধারকৃত লাশের পরনে সাদা গেঞ্জি ও জিনসের প্যান্টের পকেটে থাকা মোবাইল থেকে কল করে জানা যায়, উক্ত যুবকের বাড়ি আনোয়ারা থানায়। তার পিতার নাম আইয়ুব আলী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.