ফটিকছড়ি প্রতিনিধি : ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে এক করে নেওয়ার যে শিক্ষা মাইজভান্ডার দরবার শরীফে অনুসৃত হয় তারই বাস্তব প্রতিফলন। ইতিমতো এক অনন্য মডেল সুর্যগিরি আশ্রম শাখা। শাহানশাহ জিয়াউলহক মাইজভান্ডারী (ক:) স্মরণে আলোচনা সভা মাইজভান্ডারী মরমী গোষ্ঠী রাষ্ট্রীয়ভাবে মিশর সফর উপলক্ষে সংবর্ধনা ও দুঃস্থ সেবা কার্যক্রম মতো এক গুচ্ছ কর্মকান্ডের উপযুক্ত এ আয়োজন।
অধ্যক্ষ লায়ন ডা. বরুন কুমার আচার্যের সভাপতিতে অনুষ্ঠিত সভায় উদ্ভোদক ছিলেন প্রফেসর ওয়াই এম জাফর, প্রধান অথিতি প্রফেসর ড. মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী, প্রধান বক্তা ড. সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি মৌলানা মোঃ শায়েস্তাখান আল আজহারী, মাইজভান্ডারী একাডেমীর দপ্তর সম্পাদক মোঃ আবুল মনসুর, মহানগর শাখার দপ্তর সম্পাদক ওমর ফারুক, ছিলেনীয়া শাখার সভাপতি শামীম উদ্দিন চৌধুরী টিপু, সহ সভাপতি সাইমউদ্দিন চৌধুরী বিভন, খতিবের হাট মাখার উপদেষ্টা আবুল বশর, সভাপতি মোঃ ফরিদ, বারৈয়ার হাট মাখার সভাপতি মোঃ জয়নাল আবেদীন জুলু, বিবিরহাট শাখার সভাপতি হাফেজ আবুল কাশেম।
আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি শিপ্রা বসু মল্লিক, তরুন কুমার আচর্যায্য কৃষ্ণ, কিরণ আচার্য্য, অচ্চর্না আচার্য্য, খোকন আচার্য্য, কাঞ্চন দত্ত, শিমুল পাল, সাংবাদিক সমির দাশ, মানিক বড়ুয়া, নূরুল আলম, এন.এম রহমত উল্লা, মাসিক ফটিকছড়ি সংবাদের সম্পাদক আহম্মদ আলী চৌধুরী, প্রিন্স দাশ, ঝন্টু শীল, রুবেল শীল, কৃষ্ণ বৈদ্য, সাইফুউদ্দিন স্বপন, মোঃ খোরশেদ আলম, ডা: আহম্মদ তৌফিকুল মোস্তফা, ডা. প্রবীর শীল, প্যারোমেটীক সুমী খাতুন, ডা. জিয়াউল হাসান, ঝুমুর দাশ।
উক্ত অনুষ্ঠানে প্রায় ৪শতাধিক গরীব দুস্থ রোগীকে বিনা মূল্যে ঔষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়। এবং এলাকায় গরীব অসচ্ছল পরিবারকে বিবাহের জন্য নগদ অর্থ প্রদান করা হয় এবং দুঃস্থ লোককে ঘর বাধার জন্য টিন প্রদান করা হয়। প্রায় শতাধিক লোককে শীত বস্ত্র বিতরণ করে মনোজ্ঞ মাইজভান্ডারী মরমী সংগীতের মাধ্যমে সষ্ট্রার নৈকট্য লাভে মুর্শীদের চরণে আকুল আকুতি জানান ও সংবধিত অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন সৈয়দ আদিল মাহবুব আকবরী, সংগীত পরিচালক তালুকদার আবু আহম্মদ, সংগীত শিল্পী মো: আবদুল্লাহ হান্নান, সংগীত শিল্পী সৈয়দ জাবের সরওয়ার, সংগীত শিল্পী বাবুল শীল, সংগীত শিল্পী টিংকু দাশ যন্ত্রশিল্পী প্রমুখ।
