চট্টগ্রামে দুই ঘণ্টার ব্যবধানে করোনায় ২ নারীর মৃত্যু 

0

সিটি নিউজঃ করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের জেনারেল হাসপাতালে দুই ঘণ্টার ব্যবধানে দুই নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে একজন ও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরও এক নারীর মৃত্যু হয়। তবে সন্ধ্যায় মারা যাওয়া নারীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

মৃত দুই নারীর মধ্যে একজন ৩২ বছর বয়সী হাটহাজারী উপজেলার বাসিন্দা। আরেকজন ৬০ বছর বয়সী নগরীর ইপিজেড এলাকার বাসিন্দা।

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সূত্র জানায়, ইপিজেড বন্দরটিলা এলাকার করোনা আক্রান্ত এক বয়স্ক নারীকে অজ্ঞান অবস্থায় ছোট এক মেয়ে হাসপাতালে নিয়ে আসে। তার কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৬টায় ওই রোগীর মৃত্যু হয়।

এদিকে, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত ৬ জন রোগীর মৃত্যু হয়েছে। এরমধ্যে একদিনেই মারা গেছেন দুইজন।

এছাড়া আজ আরও ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদেরকে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

করোনায় সুস্থ হওয়া ৯ জন হলেন- নগরের দামপাড়া পুলিশ লাইনের আবুল কাশেম (৩৮), আকবার শাহ এলাকার রুমা আক্তার (২৪), ইপিজেড এলাকার সেলিম কুদ্দুস (৩৬), হালিশহরের আলমগীর (৩৮) ও মো. মুসা (৪২), পতেঙ্গা এলাকার মনিরুল ইসলাম (৪৬), এনায়েত বাজার এলাকার শেখ আকরাম (৬০), কক্সবাজারের ডা. সাজ্জাদ (২৮) এবং মাদারীপুরের বশির উদ্দিন (৪৩)।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.