চট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ৭৬

0

সিটি নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ১১২০ জনের নমুনা পরী্ক্ষায় ৭৬ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৮ হাজার ছাড়িয়েছে। চট্টগ্রামে পর্যন্ত করোনায় মারা গেছেন ২৮১ জন। তাঁদের মধ্যে ১৯৫ জন চট্টগ্রাম নগরের ও ৮৬ জন উপজেলার বাসিন্দা ছিলেন।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামে ১ হাজার ১২০ জনের নমুনা পরীক্ষায় ৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এতে বোঝা যায় আগের তুলনায় আক্রান্তের হার কমেছে। গতকাল আক্রান্তের হার ছিলো ৬ দশমিক ৭৯ শতাংশ।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে মাত্র ১৩৩টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ২৪ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ১১ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪৪৩টি নমুনা পরীক্ষা করে ১৭ জন করোনা পজেটিভ পাওয়া গেছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৭টি নমুনা পরীক্ষা করে ৭ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।

এইদিন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে পরীক্ষা না হলেও ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৫টি নমুনা পরীক্ষা করে ১৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬৮টি নমুনা পরীক্ষা করে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.