আগ্রাবাদে নিজ বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকার একটি ভাড়া বাসা থেকে সুপ্তি মল্লিক (২২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ পানওয়ালা পাড়ার নাসিমা মনজিলের ৪র্থ তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মৃত সুপ্তি মল্লিকের স্বামীর নাম বাসু দেব। তিনি রাঙামাটির চন্দ্রঘোনা কেপিআই এলাকার সাধন মল্লিকের মেয়ে।

ডবলমুরিং থানার এসআই সুমিত বড়ুয়া জানান, নাসিমা মনজিলের ৪র্থ তলার একটি কক্ষে স্বামীসহ ভাড়া থাকতেন সুপ্তি। রাতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.