নৌ বাহিনীর ৫টি জাহাজের কমিশনিং উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিটি নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কারো সাথে যুদ্ধ করতে চায় না। কিন্তু আক্রান্ত হলে তা মোকাবেলার সামর্থ্য অর্জন করতে চায়। শুধু সমুদ্রসীমা রক্ষা না, সমুদ্রের সম্পদ যাতে আহরণ ও ব্যবহার করা যায়, সেটাই সরকারের লক্ষ্য যোগ করেন তিনি।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নৌ বাহিনীর ৫টি জাহাজের কমিশনিং উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, নৌবাহিনী তথা স্বশস্ত্রবাহিনীকে আধুনিক করে তুলতে নেয়া হচ্ছে বাস্তবসম্মত পদক্ষেপ। শুধু দেশের অভ্যন্তরেই না, প্রয়োজনে প্রতিবেশী দেশকেও সহযোগিতা করে যাচ্ছে এ বাহিনী, এমনটাই জানান সরকারপ্রধান শেখ হাসিনা।
এসময় বানৌজা ওমর ফারুক, আবু ওবায়দা, প্রত্যাশা, দর্শক ও তল্লাসি কমিশন লাভ করে।
