বিদ্যুতের ভেল্কিবাজি না সাবোটাজ? কেউ দেখার নেই 

0

দিলীপ তালুকদার, সিটি নিউজঃ গরমের তীব্রতা নেই। বিদ্যুতের ব্যবহারও সীমিত পর্যায়ে আসছে। তারপরেও বিদ্যুৎ এর ঘন ঘন লোডশেডিং এখন তীব্র আকার ধারণ করেছে। বিদ্যুৎ এর লোডশেডিং এর তীব্রতায় মানুষের ভোগান্তি বাড়ছে। সরকারের বক্তব্য হিসেবে বিদ্যুতের উৎপাদন যথেষ্ট। তারপরও লোডশেডিং সাধারণ মানুষ মেনে নিতে পারছেন না। আসলে বিদ্যুতের লোডশেডিং না সাবোটাজ এটাই সাধারণ মানুষের প্রশ্ন।

চট্টগ্রাম শহর ও মফস্বলে বিদ্যুৎতের লুকোচুরিতে কল-কারখানা, মার্কেট, বাণিজ্য এলাকা, আবাসিক এলাকা, হাসপাতাল ও ক্লিনিকে মানুষের দুর্ভোগ এখন নিত্যদিনের।

বিদ্যুতের লুকোচুরিতে মানুষের কষ্ট হলেও কেউ যেন দেখার নেই। আগ্রাবাদ অফিস পাড়া ও নগরীর আবাসিক এলাকাসহ সর্বত্র বিদ্যুৎ এর লুকোচুরি এখন স্বাভাবিক কার্যক্রমে ভাটা পড়েছে। বিদ্যুতের এরকম ঘন ঘন লোডশেডিং এ সাধারণ মানুষ মনে করছেন বিদ্যুৎ অফিসে সরকারের বিরুদ্ধে সাবোটাজ চলছে। সরকার পর্যাপ্ত বিদ্যুৎ উদপাদন করলেও তা ব্যবহার হচ্ছে না।

গ্রামাঞ্চলে বিদ্যুৎ একবার গেলে পুনরায় আসার কোন লক্ষণ দেখা যায় না। এলাকার লোকজন জানায়, বিদ্যুৎ একবার গেলে ২/৩ ঘন্টা পরও বিদ্যুৎ আর আসে না। বিদ্যুৎ অফিসে ফোন দিলে বলা হয় ৩৩ হাজার লাইনে সমস্যা, ১১ হাজার লাইনে সমস্যা। কিন্তু সেই সমস্যা আর মিটে না।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.