চট্টগ্রাম রেল স্টেশন থেকে ৮৮ ভরি স্বর্ণসহ পাচারকারী আটক

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানাধীন রেল স্টেশন এলাকা থেকে স্বর্ণ পাচারকালে জোসেফ উদ্দিন রুমন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে স্বর্ণের বারসহ ৮৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে।

মঙ্গলবার দিবাগত রাতে তাকে নগরীর নতুন রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে আটটি স্বর্ণের বার, দুইটি লকেট, দুই জোড়া কানের দুল ও একটি আংটি উদ্ধার করা হয়েছে। জোসেফ উদ্দিন রুমন রাঙ্গুনিয়ার পদুয়া দক্ষিণ পাড়া এলাকার মো. জহির আহমদের ছেলে।

ওসি মহসিন বলেন, চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় নানা রকম উপায়ে স্বর্ণ পাচার করেন এমন একটি চক্র রয়েছে। গ্রেফতার জোসেফ এ চক্রেরই একজন সক্রিয় সদস্য বলে মনে করা হচ্ছে। রেলযোগে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকায় উদ্ধারকৃত এসব স্বর্ণ পাচারের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জোসেফ আমাদের জানিয়েছেন। তবে উদ্ধারকৃত স্বর্ণ কার কাছ থেকে নিয়ে ঢাকায় কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ঘটনায় চোরাচালান আইনে জোসেফ উদ্দিন রুমনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। চোরাচালান চেষ্টার আগে পিছে তার সাথে কারা জড়িত সেসবের বিশদ জানতে আদালতের কাছে তার রিমান্ড আবেদন করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.