সাবেক মেয়র নাছির হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন 

0

সিটি নিউজঃ করোনা জয় করে সাবেক মেয়র নাছির হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন। করোনা আক্রান্ত হয়ে নগরীর পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন থাকা চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের শারিরীক অবস্থা এখন আগের চেয়েও ভাল। চিকিৎসকরাও জানিয়েছে তিনি এখন শঙ্কামুক্ত। চিকিৎসকদের এমন আশ্বাস পেয়ে হাসপাতাল ছেড়ে বাসায় ওঠেন তিনি।

আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টার দিকে তিনি হাসপাতাল ছেড়ে নিজের বাসায় ফিরে গেছেন। এর আগে তিনি ৮ দিন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ এ তথ্যটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রেজাউল করিম জানিয়েছেন সাবেক মেয়র আ জ ম নাছির এখন আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন। বাসায় থেকে কিছুদিন রেস্ট নিলে পুরোপুরি শঙ্কামুক্ত হয়ে যাবেন আশা করছেন তিনি। ‍

উল্লেখ্য, গত (৩ নভেম্বর) সকালে শরীরে সামান্য জ্বর অনুভব ও এক সপ্তাহ ধরে কমার কোন লক্ষণ না দেখা যাওয়ায় নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

ভর্তি হওয়ার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে তার নমুনা পাঠানো হলে সন্ধ্যায় তার করেনা পজেটিভ রিপোর্ট আসে। তাছাড়া একই দিন সিটি স্ক্যান রিপোর্টে তাঁর ফুসফুসেও ১০ শতাংশ ইনফেকশন ধরা পড়ে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.