চট্টগ্রামে ট্রাকচাপায় মাদ্রাসাছাত্র নিহত

0

সিটি নিউজ ডেস্ক: নগরীর বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় ষোলশহর মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র ইমতিয়াজুল ইসলাম (১৬) ট্রাকচাপায় নিহত হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে দিকে রাহাত্তারপুল শাহ আমানত সেতুর সংযোগ সড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমতিয়াজ সাতকানিয়ার নজরুল ইসলামের ছেলে। তাদের বাসা বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকায় বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ইমতিয়াজুল ইসলাম সাইকেল চালানোর সময় ট্রাকের কাছাকাছি চলে আসে, ট্রাকচালক তাকে বাঁচানোর চেষ্টা করলে ট্রাকটি উল্টে গিয়ে তার ওপর পড়ে। এ অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.