সিটি নিউজ ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আল্লামা খুরশিদ আলম কাসেমীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগ।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, ২০১৩ সালে দায়ের করা একটি মামলায় কাসেমীকে গ্রেফতার করা হয়েছে। তার সাত দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।
সিটি নিউজ / এসআরএস