চীন থেকে আরও ৬ কোটি টিকা কেনার অনুমোদন

0

সিটি নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও টিকা কার্যক্রম অব্যাহত রাখতে চীনের সিনোফার্মের আরও ৬ কোটি ডোজ টিকা কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (১১ আগস্ট) দুপুরে ভার্চুয়ালি ২৭তম সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এই টিকা কেনার অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পরে বৈঠক শেষে অর্থমন্ত্রী ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, আমরা সিনোফার্ম থেকে ৬০ মিলিয়ন (৬ কোটি) ডোজ ভ্যাকসিন ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছি।

অর্থমন্ত্রী বলেন, আমরা হিসাব করে দেখেছি দেশের ১৩ কোটি ৮২ লাখ জনগোষ্ঠীকে ভ্যাকসিনেটেড করতে হবে। তার জন্য ২৭ কোটি ৬৫ লাখ ভ্যাকসিন কেনা প্রয়োজন। এর মধ্যে ২ কোটি ৫৫ লাখ আমাদের হাতে আছে। বাকিটা সংগ্রহ করতে হবে। আজকে আমরা ৬ কোটি ডোজ কেনার জন্য অনুমোদন দিলাম। বাকিটা আমরা পর্যায়ক্রমে আনব।

এ সময় ভ্যাকসিনের কিনতে কত খরচ হয়েছে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আগের নির্ধারিত দাম দিয়েই টিকা কেনা হয়েছে। যে দাম আছে তার চেয়ে বাড়েনি।

মোট ২৭ কোটি ডোজ কিনতে সরকারের কত টাকা খরচ হবে জানতে চাইলে তিনি বলেন, সঠিক মূল্যটি আমাদের কাছে এখন নেই, কারণ বাকিগুলো এখনো আলোচনা চলছে। মূল্য নির্ধারণ চূড়ান্ত হলে আমরা বলতে পারব। মূল্য নির্ধারণ এখনো চূড়ান্ত হয়নি, সে জন্য আমরা বলতে পারছি না।

টিকার দামের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন বলেন, ভ্যাকসিনের বিষয়ে চীনের সঙ্গে নন ডিসক্লোজার একটি অ্যাগ্রিমেন্ট আছে। সে জন্য দামটি প্রকাশ করা যাবে না। তবে আমরা আশা করি, ৬০ মিলিয়ন সিনোফার্মের ভ্যাকসিন পাব। আশা করা যাচ্ছে আগামী নভেম্বরের মধ্যে আমরা এই ভ্যাকসিন পাব।

মন্ত্রিপরিষদ সূত্রে গেছে, আজকের ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা বৈঠকে স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে ৬০ মিলিয়ন ডোজ টিকা সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) চুক্তিপত্রে উল্লিখিত একক মূল্যে কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে, মঙ্গলবার (১০ আগস্ট) চীন থেকে সিনোফার্মের আরও ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সন্ধ্যা সোয়া ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কোভ্যাক্সের আওতায় সিনোফার্ম থেকে এই টিকাগুলো এসেছে।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.