সিটি নিউজ ডেস্ক,চট্টগ্রাম : চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাদামতলী এলাকায় রাস্তার পাশের ফুটপাতে একদল কুকুরকে কিছু একটা নিয়ে টানাটানি করতে দেখে এগিয়ে যান ডবলমুরিং থানা পুলিশের টহলরত উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান। তিনি কৌতুহলবশত এগিয়ে গিয়ে দেখেন সেখানে এক জীবন্ত নবজাতক(কন্যা শিশু)।
মঙ্গলবার (২০ আগস্ট) ভোর ৫টার দিকে আগ্রাবাদ এলাকার বাদামতলী মোড়ে সোনালী ব্যাংকের সামনের ফুটপাত থেকে নবজাতকটিকে উদ্ধার করেন ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আশিকুর রহমান বলেন, বাদামতলী মোড়ে সোনালী ব্যাংকের সামনের ফুটপাত থেকে এক নবজাতককে উদ্ধার করেছেন এসআই মোস্তাফিজুর রহমান। নবজাতকটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নবজাতকটি ওই এলাকার ভারসাম্যহীন এক নারীর বলে জানিয়েছেন স্থানীয়রা।
এসআই মোস্তাফিজুর রহমান বলেন, আগ্রাবাদ এলাকায় ভোরে টহল দেওয়ার সময় বাদামতলী মোড়ের পশ্চিম পাশে সোনালী ব্যাংকের সামনে ফুটপাতের ওপর কয়েকটি কুকুরকে কিছু একটা নিয়ে টানাটানি করতে দেখে কৌতুহল বসত আমি এগিয়ে যাই। ওখানে গিয়ে নবজাতকটি দেখতে পাই। নবজাতকটি যেখানে ছিল তার কিছু দূরে তার মানসিক ভারসাম্যহীন মাকে দেখতে পাই। পরে সেখান থেকে নবজাতক ও মহিলাকে উদ্ধার করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে যাই।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মা ও নবজাতক শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই।এদিকে এসআই মোস্তাফিজুর রহমান জানান,নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন।