পনেরই আগস্টের হত্যাকান্ড ছিল রাষ্ট্রকে হত্যার প্রচেষ্টা- তথ্যমন্ত্রী
সিটি নিউজ,চট্টগ্রাম : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘৃণ্য হত্যাকান্ড সরকার পতনের উদ্দেশ্যে করা হয়নি। যারা বাংলাদেশের অভ্যুদয় চায়নি এবং যারা স্বাধীন বাংলাদেশ মেনে নিতে পারেনি এ উভয় অপশক্তির মিলিত ষড়যন্ত্র ছিল পনেরই আগস্টের হত্যাকান্ড। হত্যাকারীরা শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করতে চায়নি বরং এ হত্যাকান্ড ছিল একটি স্বাধীন রাষ্ট্রকে হত্যার প্রচেষ্টা।
তিনি আজ ৩০ আগস্ট শুক্রবার চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে সিএমপি স্কুল এন্ড কলেজ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার কবি। তিনি মানুষের মনের ভাষা পড়তে পারতেন। তাই ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯ সনের গণ- আন্দোলন বা ১৯৭০ সালের নির্বাচন, এর কোন সময় তিনি স্বাধীনতার ঘোষণা দেন নি। মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে ১৯৭১ সালের ৭ মার্চের কালজয়ী ভাষণ এবং গ্রেফতার হওয়ার পূর্ব মুহুর্তে ২৫ মার্চের মধ্যরাতে তিনি স্বাধীনতার ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৭.৪ শতাংশ যা বঙ্গবন্ধু হত্যার ৪২ বছর পর ২০১৬-১৭ অর্থবছরে তাঁরই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্জন করতে সক্ষম হয়েছেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতার দশ বছরের মধ্যেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতো।
ড. হাছান মাহমুদ বলেন, মানবিক কারনে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিলেও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এ সমস্যা সমাধান করতে চায়। যুদ্ধ বিগ্রহ করে এ সমস্যার সমাধান হবে না। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ সঠিক পথেই এগু”েছ। অথচ অনেকেই রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক এটা তারা চায় না। তাদের আরো দেশপ্রেমিক হতে হবে।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, উপপুলিশ কমিশনার (সদর) শ্যামল নাথ, উপপুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, সহকারী কমিশনার আশিকুর রহমান, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুর রহমান, অধ্যক্ষ শিবলী সাদিক, শিক্ষার্থী সানজিদা আক্তার বক্তৃতা করেন।