চট্টগ্রাম শহরে ১০ এলাকা রেড জোন ঘোষণা

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রাম মহানগরের সিটি করপোরেশনের ১০ এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে।সেগুলো হলো চট্টগ্রাম বন্দর থানাধীন ৩৭ নং উত্তর মধ্য-হালিশহর ও ৩৮ নং দক্ষিণ মধ্য-হালিশহর ওয়ার্ড, পতেঙ্গা থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড, পাহাড়তলি থানাধীন ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড, কোতোয়ালী থানাধীন ১৬ নং চকবাজার ওয়ার্ড, ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড, ২১ নং জামালখান ওয়ার্ড, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড, খুলশী থানাধীন ১৪ নং লালখান বাজার ওয়ার্ড এবং হালিশহর থানাধীন ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড।

ঢাকার দুই সিটি ও চট্টগ্রামের যেসব এলাকায় প্রতি এক লাখ জনসংখ্যায় ১৪ দিনে ৬০ জন আক্রান্ত হয়েছে সেসব এলাকাকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী মঙ্গলবার (১৬ জুন) মধ্যরাত থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ডকে কঠোর লকডাউনের আওতায় আনতে যাচ্ছে প্রশাসন।

আজ রবিবার (১৪ জুন) বিকেলে নগর ভবনে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন জানান, প্রাথমিকভাবে সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড উত্তর কাট্টলীকে কঠোর লকডাউনের আওতায় আনা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে পরবর্তী ২১ দিন এই ওয়ার্ডের সবকিছু বন্ধ থাকবে।

লকডাউন চলাকালীন ওই এলাকায় ফার্মেসি, মুদি দোকানসহ সবধরণের দোকান, কলকারখানা, গণপরিবহন বন্ধ থাকবে।লকডাউন চলাকালীন কেউ বাসার বাইরে আসলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.