চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ফুল উৎসব। এই উৎসবে পরিবেশে ফুলের সৌরভে মুগ্ধ হচ্ছেন নানা বয়সী দর্শনার্থীরা। এক সময়ের মাদকের আখড়ায় আজ শোভা পাচ্ছে ১৩৬ প্রজাতির ২ লাখের বেশি বাহারি ফুল।
আজ শনিবার (৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া মাসব্যাপী এ ফুল উৎসব চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে প্রদর্শিত ফুলগুলো সারা দিনই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ডিসি পার্কে প্রবেশ করা যাবে। প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা।
এবারের ফুল উৎসবে আরও থাকছে নানা সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন। অনুষ্ঠানটির অন্যতম আকর্ষণ মাল্টি কালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক পরিবেশনা, গ্রামীণ মেলা, পিঠাপুলি উৎসব এবং প্রায় ২০০ চিত্রশিল্পীর চিত্রকর্ম প্রদর্শনী। দর্শনার্থীরা উৎসবে এসে নিজেদের ছবি ক্যারিকেচারে রূপান্তরিত করার সুযোগও পাবেন।
এছাড়া প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা শিল্পীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ফুল উৎসবে একটি বিশাল আয়তনের ভাসমান ফুল বাগান এবং শিশুদের জন্য খেলার মাঠও রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এবং চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
এছাড়া, ডিসি পার্কে রয়েছে ১৯৪ একর জমির উপর গড়ে উঠা তিনটি বিশাল পুকুর, ফুডকোর্ট, সেলফি কর্নার, ভিআইপি জোন, রেস্টুরেন্ট, সানসেট ভিউ পয়েন্টসহ আরও নানা দর্শনীয় স্থান।
এভাবে, ফুল উৎসবের মাধ্যমে চট্টগ্রামের ডিসি পার্কে নতুন এক রঙিন পৃথিবী এবং সাংস্কৃতিক উৎসবের সৃষ্টি হয়েছে। প্রকৃতি, ফুল এবং সংস্কৃতির প্রতি আগ্রহী দর্শনার্থীরা এই অনন্য অভিজ্ঞতা মিস করতে চাইবেন না।