সার্ক জার্নালিস্ট ফোরাম ইউএই’র সাধারণ সম্পাদক মনোনীত গোলাম সরওয়ার

0

সার্ক জার্নালিস্ট ফোরাম সংযুক্ত আরব আমিরাত (২০২৫-২০২৭) দ্বিবার্ষিক কমিটিতে প্রিয় সহকর্মী গোলাম সরওয়ার-কে সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় চন্দনাইশ মিডিয়া ক্লাব-চট্টগ্রাম পরিবার পক্ষ থেকে সেন্ট্রাল সার্ক সাংবাদিক ফোরাম পরিবারকে জানাই আন্তরিক অভিনন্দন।

চট্টগ্রাম জেলার চন্দনাইশের সন্তান গণমাধ্যমকর্মী চন্দনাইশ মিডিয়া ক্লাবের অর্থ সম্পাদক গোলাম সরওয়ার’র দক্ষতা, অভিজ্ঞতা এবং অগ্রগতির এই স্বীকৃতি নিঃসন্দেহে আমাদের গর্বিত করেছে। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্ব ও কর্মদক্ষতায় সার্ক জার্নালিস্ট ফোরামের কার্যক্রম আরও গতিশীল হবে।

তার এই অর্জন চট্টগ্রাম তথা বাংলাদেশ সাংবাদিকদের জন্য একটি গৌরবের বিষয়। আমরা গোলাম সরওয়ারের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

মঙ্গলবার (২০ জানুয়ারী) রাত ১০ টায় সংযুক্ত আরব আমিরাতে দ্বিবার্ষিক সার্ক নতুন কমিটির ২০ সদস্যের নাম ঘোষনা করেন নেপাল সেন্ট্রাল কমিটি।

ইউএইতে ২য় বারের মতো কমিটির পূনরায় সভাপতি হয়েছেন চ্যানেল এস আমিরাত প্রতিনিধি সামসুর রহমান সোহেল (আরবি) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হোন সিটি নিউজের নির্বাহী সম্পাদক মোহাম্মদ গোলাম সরওয়ার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.