আবুধাবীতে বসছে আইপিএল আসর- সূচি প্রকাশ

0

স্পোর্টস ডেস্কঃ আগামী ১৯ সেপ্টেম্বর মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মাদের মধ্যে দ্বৈরথ দিয়ে ত্রয়োদশ আইপিএল শুরু হচ্ছে।

আজ রবিবার (৬ সেপ্টেম্বর) আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে।

২০ সেপ্টেম্বর দিল্লি ও পাঞ্জাবের ম্যাচ হবে দুবাইতে একই সময়ে। কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ আবুধাবিতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ২৩ সেপ্টেম্বর। শারজায় ২২ সেপ্টেম্বর রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস মুখোমুখি হবে।

৩ অক্টেবর থেকে আইপিএলে দুটি করে ম্যাচ। সেদিন বিকেল ৪টা থেকে প্রথম খেলবে রাজস্থান ও বেঙ্গালুরু। দ্বিতীয় ম্যাচ খেলবে দিল্লি ও কলকাতা, রাত ৮টায়।

আসরের ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতে, ২০টি ম্যাচ হবে আবুধাবিতে এবং ১২টি ম্যাচ হবে শারজায়। দিনে দুটি করে ম্যাচ শুরু হবে ৩ অক্টোবর থেকে। সব মিলিয়ে মোট ১০ দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

লিগ পর্যায়ের খেলা হবে ৪৬ দিন। লিগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়, লড়বে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানস। তবে লিগপর্যায়ের সূচি প্রকাশ করা হলেও, প্লে অফ এবং ফাইনালের সূচি এখনো প্রকাশ করা হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.