পাহাড়তলী ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

0

সিটি নিউজ চট্টগ্রাম: নগরীর পাহাড়তলী থানার হাক্কানী পেট্রোল পাম্পের সামনে ট্রাকচাপায় মুশফিকুর রহমান জাহিদ (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

সোমবার ( ১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুশফিকুর রহমান জাহিদ আকবরশাহ থানার মধ্যম জানার কিল মালেক সাওদাগর বাড়ির আব্দুল খালেকের ছেলে। তিনি আকবরশাহ এলাকায় মুদির দোকান করতেন বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন তালুকদার নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রিক্স করে দোকানের মালামাল নিয়ে যাওয়ার সময় হাক্কানী পেট্রোল পাম্পের সামনে ট্রাকচাপায় গুরুতর আহত হয়। এ অবস্থা চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে, নগরীর বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া বালুছড়া কুলগাঁও স্কুলের পশ্চিম পাশে ফোরএইচ গ্রুপের গার্মেন্টস কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১২ জন শ্রমিক আহত হয়েছে জানিয়েছেন ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ সহকারী পরিচালক নিউটন দাস। তিনি জানান, ঘটনার খবর পেয়ে বায়েজিদ স্টেশন থেকে গাড়ি পাঠানো হয়। উদ্ধার অভিযান চলছে। ধারণা করা হচ্ছে, সেন্টারিং দুর্বলতার কারণে ছাদটি ধসে পড়েছে।

 

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.