বিয়ের সাজে ব্যায়ামের ভিডিও ভাইরাল!

0

সিটি নিউজ ডেস্ক : সাধারণত বিয়ের কনে লাজুক চোখে বসে থাকে। কিন্তু ভারী লেহেঙ্গা, গা ভরতি গহনা নিয়ে পুশআপ দিয়ে তাক লাগালেন ভারতীয় এক নারী।

বিয়ের সাজে তার পুশআপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। ভিডিওটি দেখে কনের প্রশংসায় মেতেছেন অনেকে।
এরইমধ্যে পাঁচ লাখের বেশি লাইক পড়েছে ভিডিওতে। ভাইরাল ভিডিওতে ওই কনের মুখ দেখা না গেলেও যে প্রোফাইল থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে সেটি থেকে জানা যাচ্ছে, তার সাম আনা অরোনা।

তিনি একজন ডায়েটিশিয়ান। আবার অনলাইনে ফিটনেস ট্রেনিংও দেন তিনি।

করোনার এই সময়ে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। শরীর ফিট রাখাটাই অনেকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেখানে বিয়ের সাজে কনের পুশআপ করার ভিডিও শরীরচর্চার জন্য অনুপ্রেরণার হতে পারে।

ভিডিও দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

https://www.instagram.com/reel/CRvttasqYFj/?utm_source=ig_web_copy_link

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.