সিটি নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছেন। এ সময়ে নতুন করে ৩৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এর আগে, শুক্রবার করোনায় মারা গিয়েছিলেন ১০ জন, শনাক্ত হয়েছিলেন ৩০১ জন।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের ১০টি ও কক্সবাজারের একটি ল্যাবে ২ হাজার ৬০৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৩২ জনের করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরেরই ২০৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ।
চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৮৩৫ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরেরই ৭০ হাজার ৮৫১ জন। বাকি ২৫ হাজার ৯৮৪ জন বিভিন্ন উপজেলার।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ১ জন নগরের বাসিন্দা, বাকি ৩ জন বিভিন্ন উপজেলার। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ১৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৬৫ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫০৫ জন।
সিটি নিউজ/এসআরএস