বন্যার্তদের পাশে দাঁড়ালো রবি

0

বন্যা দুর্গত এলাকায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে মোবাইল অপারেটর রবি।

স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় খাগড়াছড়ি, নোয়াখালী ও ফেনীতে ১০ হাজার প্যাকেট ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রবি। এর মধ্যে ৩ হাজারের বেশি প্যাকেট বন্যার্তদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানিয়েছে এই মোবাইল অপারেটর কর্তৃপক্ষ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি বলছে, সশস্ত্র বাহিনীর সহায়তায় ফেনী থেকে প্রায় ৫০০ মানুষকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে রবি।

রবির চিফ কমার্শিয়ার অফিসার শিহাব আহমাদ বলেন, “সমাজের প্রতি দায়বদ্ধ প্রতিষ্ঠান হিসেবে যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবিলায় মানুষের পাশে থাকতে রবি প্রতিশ্রুতিবদ্ধ। রবির ব্র্যান্ড স্লোগান “পারবে তুমিও” এর আলোকে আমরা বিশ্বাস করি সকলের ঐক্যবদ্ধ সহযোগিতায় এই দুর্যোগও আমরা সফলভাবে কাটিয়ে উঠতে পারব।”

ফেনীতে রবির ৭০ শতাংশেরও বেশি নেটওয়ার্ক টাওয়ার ‘সচল হয়েছে’ জানিয়ে রবি বলছে, “বন্যার্তদের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে ফ্রি মিনিট ও ইন্টারনেট দেওয়ার পাশাপাশি স্বেচ্ছাসেবীদের রবি দিচ্ছে ৫০০০ সিম, সাথে ফ্রি ২০০ মিনিট টকটাইম ও ৫জিবি ডাটা।”

পাশাপাশি এসকল অঞ্চলের গ্রাহকদের ফ্রিতে সিম রিপ্লেসমেন্ট সুযোগও দেওয়া হচ্ছে। এছাড়া ৭৫ হাজার রিটেইলারদের ফ্রি মিনিট ও ইন্টারনেট সেবাও দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘হেলথ প্লাস’র সৌজন্যে বন্যাদুর্গত অঞ্চলের রবি গ্রাহকেরা যে কোনো সময় ২৮৪৭৭৮ নম্বরে ফোন করে বিনা খরচে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.